শাহপরীর দ্বীপে বাঁধে ভাঙন বৃদ্ধি, অসংখ্য মানুষ অসহায়

টেকনাফে শাহ পরীর দ্বীপের বাঁধ ভাঙ্গন পরিস্থিতি ভয়াবহ। সাগরের জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। বর্তমানে এ এলাকায় শত শত পরিবার উদ্বাস্তু হয়ে পড়েছে।

এমনকি মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। বসত-বাড়ি হারা অসহায় লোকজনের আহাজারীতে আকাশ ভারি হয়ে উঠেছে। মঙ্গলবার সরেজমিনে এ চিত্র দেখো গেছে।
প্রাকৃতিক আঘাতে বিচিছন্ন হয়ে পড়া দ্বীপের মানবিক বিপর্যস্থ হয়ে পড়েছে দ্বীপবাসী। হাজার হাজার মানুষ ভিটে-বাড়ি হারিয়ে চরম অসহায় হয়ে এখন খোলা আকাশের মানবেত জীবন যাপন করছে। অপরদিকে বাধেঁর ভাঙ্গন বৃদ্ধির ফলে শাহপরীর দ্বীপের অস্থিত্ব নিশ্চিহ্ন হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
এ প্রতিবেদক সরেজমিনে গেলে দেখা গেছে, গত কয়েকদিনের পূর্ণিমার প্রবল জোয়ারের আঘাতে শাহপরীর দ্বীপের আরো কয়েকটি গ্রামের বিশাল অংশ তলিয়ে গেছে। মাস ধরে ভাঙ্গন অব্যাহত থাকায় এ পর্যন্ত প্রায় কয়েক শতাধিক পরিবার ভিটা-বাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়ে পড়েছে। দ্বীপটি প্রবল আঘাতে টেকনাফের ভু-খণ্ড থেকে বিচিছন্ন হয়ে জোয়ারের পানিতে ভাসছে। এ এলাকার প্রায় ৩০ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়ে।

প্রায় দু’হাজারের মত পরিবার নিয়মিত পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত, ভিটে-বাড়ি হারিয়ে উদ্বাস্তু ও আশ্রয়হীন হয়ে পড়েছে। এ সব লোকজন নৌকায় মালামালসহ এলাকা ছেড়ে চলে যাচ্ছে।

বাঁধের ভয়াবহ ভাঙ্গনের কবলে পড়ে শাহপরীরদ্বীপের পশ্চিম পাড়া, উত্তর গোদা পাড়া, ঘোলাপাড়া ও জালিয়া পাড়াসহ সাগরতীরবর্তী গ্রাম সমুহ বিলিন হয়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে। গ্রামের ভিটাবাড়ীর গাছ পালা ও বিভিন্ন বসত বাড়ীর ছাউনি ভাসছে সাগরে। মাটির বাড়ীঘর ধ্বসে পড়েছে মারাত্বকভাবে। র্দীঘ কয়েক হাজার মিটার উপকূলীয় বেড়িবাঁধ বিলীন হয়ে সাগরে একাকার হয়ে গেছে।

উত্তাল সাগরে ক্রমে ভাঙ্গছে বাধেঁর অপরাপর অংশ। এ ভাঙ্গা বাঁধ জরুরী সংস্কার করা না হলে শাহপরীরদ্বীপ বঙ্গোপসাগরে বিলীনের আশংকা করছেন এলাকাবাসী।

এ ব্যাপারে সরকার ও জনপ্রতিনিধিদেরকে শাহপরীর দ্বীপ রক্ষায় জরুরী ব্যবস্থা নেয়ার প্রয়োজন মনে করেন।
Share on Google Plus

প্রতিবেদনটি পোষ্ট করেছেন: Unknown

a Bengali Online News Magazine by Selected News Article Combination.... একটি বাংলা নিউজ আর্টিকেলের আর্কাইভ তৈরীর চেষ্টায় আমাদের এই প্রচেষ্টা। বাছাইকৃত বাংলা নিউজ আর্টিকেলের সমন্বয়ে একটি অনলাইন নিউজ ম্যাগাজিন বা আর্কাইভ তৈরীর জন্য এই নিউজ ব্লগ। এর নিউজ বা আর্টিকেল অনলাইন Sources থেকে সংগ্রহকরে Google Blogger এর Blogspotএ জমা করা একটি সামগ্রিক সংগ্রহশালা বা আর্কাইভ। এটি অনলাইন Sources এর উপর নির্ভরশীল।
    Blogger Comment
    Facebook Comment