কক্সবাজারের রামু উপজেলা সদরের উচ্চ বালিকা বিদ্যালয়ে আগুনের গুজবে সিঁড়ি বেয়ে নামতে গিয়ে প্রায় ৩০ ছাত্রী আহত হয়েছে। এদের মধ্যে প্রায় পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। রোববার সকাল সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছৈয়দ করিম জানান, বিদ্যালয়ের দ্বিতীয় তলায় বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিটে ক্রুটি থাকায় ধোয়ার কুণ্ডলি ছড়িয়ে পড়ে। এতে পুরো বিদ্যালয় ও আশপাশের এলাকায় আগুন ধরে যাওয়ার গুজব ছড়িয়ে পড়লে আগুন আগুন বলে চিৎকার শুরু হয়। এ সময় আতঙ্কিত ছাত্র-ছাত্রীরা নিচে নামার চেষ্টা করলে সিঁড়ির মাঝখানে আটক পড়ে।
এসময় শিক্ষক ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আটক পড়া ছাত্রীদের উদ্ধার করে। এতে প্রায় ৩০ ছাত্রী আহত হয়। এদের দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে রামু উপজেলা চেয়ারমম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, উপজেলা বিএনপি সভাপতি আহমেদুল হক চৌধুরীসহ এলাকার বিশিষ্টজনরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহতদের দেখতে যান।
রাত নয়টায় জানা যায়, আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
এসময় শিক্ষক ও স্থানীয় লোকজন এগিয়ে এসে আটক পড়া ছাত্রীদের উদ্ধার করে। এতে প্রায় ৩০ ছাত্রী আহত হয়। এদের দ্রুত রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে রামু উপজেলা চেয়ারমম্যান সোহেল সরওয়ার কাজল, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ, উপজেলা বিএনপি সভাপতি আহমেদুল হক চৌধুরীসহ এলাকার বিশিষ্টজনরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হাসপাতালে আহতদের দেখতে যান।
রাত নয়টায় জানা যায়, আহতদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।
Blogger Comment
Facebook Comment