কক্সবাজার শহরের কলাতলী ও টেকনাফের শাহপরীর দ্বীপে পৃথক অভিযান চালিয়ে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে ২৯ জনকে আটক করেছে র্যাব ও বিজিবি।
মঙ্গলবার রাতে ও বুধবার সকালে এদের আটক করা হয়। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা যায়, বুধবার সকালে টেকনাফস্থ ৪২ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা শাহপরীর দ্বীপে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করে। এদের মধ্যে দুইজন মিয়ানমারের নাগরিক। বাকিরা কক্সবাজার জেলার বাসিন্দা।
অপর দিকে মঙ্গলবার রাতে র্যাব- ৭ এর একটি দল শহরের কলাতলীর তিনটি হোটেলে অভিযান চালায়। র্যাব ওই হোটেল থেকে ১৮ জনকে আটক করে।
আটককৃতদের মধ্যে ১৩ জন যশোর, একজন নরসিংদী ও চারজন কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা।
এরা সকলেই দালালের মাধ্যমে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে বিজিবি জানায়।
আটককৃতদের মধ্যে ১৩ জন যশোর, একজন নরসিংদী ও চারজন কক্সবাজার সদর উপজেলার বাসিন্দা।
এরা সকলেই দালালের মাধ্যমে সমুদ্র পথে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল বলে বিজিবি জানায়।
Blogger Comment
Facebook Comment