কক্সবাজারের পেকুয়া বাজার এলাকায় গত সোমবার রাতে হারাধন দাশ (৫৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসক তাঁর চেম্বারে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হয়েছেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
স্থানীয় ব্যবসায়ীরা জানায়, প্রতিদিনের মতো চিকিৎসক হারাধন ঘটনার রাতেও তাঁর চেম্বারেই ঘুমিয়ে পড়েন। সকালে বাজারের লোকজন ফার্মেসির দরজা খোলা দেখে ভেতরে ঢুকতেই খাটের নিচে তাঁর লাশ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে হারাধনের লাশ উদ্ধার করে পুলিশ।
পেকুয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে নেমেছে। নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
পেকুয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন জানান, রহস্য উদ্ঘাটনে পুলিশ মাঠে নেমেছে। নিহতের ছেলে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
Blogger Comment
Facebook Comment